10238

বৃষ্টি উপেক্ষা করে শাবিতে ধর্মঘট, ছাত্রলীগের একাত্মতা

বৃষ্টি উপেক্ষা করে শাবিতে ধর্মঘট, ছাত্রলীগের একাত্মতা

2018-08-06 04:31:26

তুমুল বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সম্মিলিত সাংস্কৃতিক জোটের ছাত্র ধর্মঘটে অংশ নিয়েছে শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে শাখা ছাত্রলীগ।

রোববার (০৫ আগস্ট) সকাল সাড়ে সাতটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শতাধিক সাধারণ শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মী। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে এবং ছাত্রদের উপর হামলার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে।

পরবর্তীতে সকাল নয়টার দিকে ঘটনাস্থলে শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান খান উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বলেন, ‘এ আন্দোলনের দাবি যৌক্তিক। আন্দোলন যতক্ষণ চলবে আমরা তাদের পাশে থাকব, তবে কেউ যেন বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করতে না পারে সেদিকে সবার খেয়াল রাখতে হবে।’

এদিকে ধর্মঘট চলাকালীন সময়ে সকালে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো চলতে দেখা গেলেও সকাল দশটার পর কোন বাস চলতে দেখা যায়নি। এছাড়া শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছে।

টিআই/ ০৫ আগস্ট ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]