11483

ববির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৪ জন শিক্ষার্থী

ববির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২৪ জন শিক্ষার্থী

2018-11-15 18:35:37

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বে ২৪ জন শিক্ষার্থী। আগামি ২৩ নভেম্বর মানবিক ও ব্যবসায় অনুষদ ও ২৪ নভেম্বর বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

২০১১ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এটি অষ্টম ভর্তি পরীক্ষা। এবার নতুন দুটি বিভাগ “পরিসংখ্যান”এবং” ইতিহাস ও সভ্যতা" সহ মোট ছয়টি অনুষদের অধীন ২৪টি বিভাগের বিপরীতে আবেদন করেছে মোট ৩৫৩৫২ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরিতে ২৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ’ক’ ইউনিটে আবেদন করেছে ১৪৯০২ জন, খ’ ইউনিটে ৬৪৫৭ জন এবং গ’ ইউনিটে আবেদন করেছে ৪৩৯২ জন।

ইউনিট ভিত্তিক প্রতি আসনে প্রতিদ্বন্দ্বী করবে ক’ ইউনিটে ২৫ জন, ‘খ’ ইউনিটে ১৭ জন এবং ‘গ’ ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ১৮ জন শিক্ষার্থী।এছাড়াও বিভাগ পরিবর্তনের জন্য (বিজ্ঞান থেকে মানবিক/ব্যবসায় শাখায়, ব্যবসায় শাখা থেকে মানবিক) আবেদন করেছে ৯৬০২ জন।

আগামী ২৩ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা "খ" ইউনিট ও ৩টা - ৪টা টা "গ" ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ নভেম্বর রোজ শনিবার সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত "ক" ইউনিটের ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষার আসন বিন্যাস সহ যাবতীয় তথ্যাদি ওয়েবসাইট ছাড়াও barisaluniv.ac.bd এবং barisaluniv.edu.bd তে পাওয়া যাবে।

টিআই/ ১৫ নভেম্বর ২০১৮

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]