14292

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ‌কর্মচারীকে ‘মোবাইল চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা

টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ‌কর্মচারীকে ‘মোবাইল চোর’ সন্দেহে পিটিয়ে হত্যা

2019-08-02 16:04:25

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আজিজ হলে ‌‘মোবাইল চুরির অভিযোগে’ এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান (২৫)। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এঘটনায় আলী আকবর (৪৮) ও মাসুদ (২৩) নামে দুইজন আহত হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সম্প্রতি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের আজিজ হলের ৩১৮ নম্বর কক্ষের মাস্টার্সের এক শিক্ষার্থীর মুঠোফোন চুরি যায়। মঙ্গলবার রাতে ওই শিক্ষার্থী তার সহপাঠীরদেরকে সঙ্গে নিয়ে হলের ক্যান্টিন বয় মান্নানকে নিজ কক্ষে ডেকে নিয়ে মারধর করেন। এতে গুরুতর জখম হলেন তাকে শমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি জানান, এ ঘটনায় ওই শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

নিহত মান্নানের বাবার নাম ফজলুল। তার গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম থানাধীন মোহাম্মদপুর এলাকায়। এঘটনায় মামলা দায়েররের প্রক্রিয়া চলছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]