14626

ঢাবিতে ভর্তি পরীক্ষা: সেবা নিয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

ঢাবিতে ভর্তি পরীক্ষা: সেবা নিয়ে শিক্ষার্থীদের পাশে ছাত্রলীগ

2019-09-14 00:48:51

‘গ’ ইউনিটে পরীক্ষার মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তি যুদ্ধ শুরু হয়েছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও ৫৬টি পরীক্ষা কেন্দ্রের হাজার হাজার পরীক্ষার্থী সকাল ৮টা থেকেই ক্যাম্পাসে সমাবেত হতে থাকেন। পরীক্ষার আগে সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের তথ্য প্রাপ্তিসহ বিভন্ন সেবা নিয়ে পাশে ছিল ছাত্রলীগ।

গোটা ক্যাম্পাস জুড়ে ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা কেন্দ্র খুঁজে পেতে সহায়তা করেন। তাদের সহায়তায় পরীক্ষার্থীরা অল্প সময়েই তাদের কেন্দ্র খুঁজে পায়। ছাত্রলীগ ছাড়াও বিভিন্ন জেলাভিত্তিক সংগঠনের স্বেচ্ছাসেবকরাও পরীক্ষার্থীদের কেন্দ্র ও হল খুঁজে পেতে সহায়তা করে।

পরীক্ষার হলের সামনে ভতিচ্ছুদের মাঝে একটি করে বল পয়েন্ট শুভেচ্ছা উপহার দিতে দেখা যায় ছাত্রলীগ কর্মীদের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সেবা নিয়ে শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রলীগ।

 

এসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনকে ক্যাম্পাসে উপস্থিত থেকে নেতাকর্মীদের দিক নির্দেশনা দিতে দেখা গেছে।

উল্লেখ্য শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৬টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এবার প্রথম বর্ষে নতুন নিয়মে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বহু নির্বাচনী প্রশ্নের (এমসিকিউ) পাশাপাশি দিতে হয়েছে লিখিত পরীক্ষাও। এত দিন শুধু এমসিকিউয়ের মাধ্যমে পরীক্ষা নেওয়া হতো।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]