14756

আজ শাহবাগে আবৃত্তি করবেন মুনমুন মুখার্জি

আজ শাহবাগে আবৃত্তি করবেন মুনমুন মুখার্জি

2019-09-21 17:20:03

"শুধু অকারণে পুলকে, নদী-জলে পড়া আলোর মতন ছুটে যা ঝলকে ঝলকে’- এই স্লোগানে শুক্রবার (২০ সেপ্টেম্বর) শুরু হয়েছে অষ্টম সংবৃতা আবৃত্তি উৎসব-২০১৯। দুই দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় দিন শনিবার (২১ সেপ্টেম্বর) মাতাবেন পশ্চিমবঙ্গের আবৃত্তিশিল্পী মুনমুন মুখার্জি।

এ প্রসঙ্গে মুনমুন মুখার্জি  বলেন, ‘দুই বাংলার মেলবন্ধনের জায়গা তৈরি হয় সংস্কৃতির মাধ্যমে। বাংলাদেশের সংস্কৃতি সঙ্গে পশ্চিমবঙ্গের সংস্কৃতির বেশ মিল। এক ভাষায় কথা বলি। সেই জায়গা থেকে বাংলাদেশের বন্ধুদের ডাকে সেখানে যাই। তাদের আতিথেয়তায় বারবারই আমি মুগ্ধ। এরই ধারাবাহিকতায় আমি এবারও বাংলাদেশে যাচ্ছি। দুই বাংলার এই সেতু বন্ধন আরও সমৃদ্ধ হোক।’

পুরো আয়োজন জুড়ে থাকবে আবৃত্তি প্রতিযোগিতা, আবৃত্তি প্রযোজনা, একক আবৃত্তি ও বৃন্দ আবৃত্তি। এবারের উৎসব জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন সংবৃতা চর্চা ও বিকাশ কেন্দ্র বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্যভুক্ত আবৃত্তি সংগঠন। এক যুগেরও বেশি সময় ধরে সুনামের সাথে প্রতিবছর আয়োজন করে থাকে।

দুই দিনব্যাপী উৎসবে প্রথমদিনে ঢাকা ও আশপাশের প্রায় ছয় শতাধিক বাছাইকৃত প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিজয়ীদের মাঝে কবি শামসুর রহমান, শিল্পী ওয়াহিদুল হক, বাক-শিল্পাচার‌্য নরেন্দ্র বিশ্বাস ও গোলাম মোস্তফা পদক দেয়া হবে।

দুই দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়েছে শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে শুক্রবার সকাল দশটায়। শেষ হবে শনিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]