14872

শাবির প্রধান ফটকের সব দোকান রাত ১১ টার মধ্যে বন্ধের নির্দেশ

শাবির প্রধান ফটকের সব দোকান রাত ১১ টার মধ্যে বন্ধের নির্দেশ

2019-10-02 05:46:06

আইন শৃঙ্খলার স্বার্থে রাত এগারোটার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সকল দোকান বন্ধের নির্দেশ দিয়েছে জালালাবাদ থানা পুলিশ। গত এক সপ্তাহ যাবত প্রতিনিয়ত এগারোটার মধ্যে প্রধান ফটক সংলগ্ন রেস্টুরেন্টসহ সকল দোকান বন্ধে পুলিশ তাগাদা দেয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, শাবির মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী আবাসন সুবিধা পাওয়ায় অন্যান্যদেরকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী বিভিন্ন আবাসিক মেসে অবস্থান করতে হয়। ফলে প্রধান ফটক সংলগ্ন বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়াসহ যাবতীয় কাজকর্ম এ ফটককে ঘিরেই হয়ে থাকে। ফলে পুলিশের এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছে বিশ্ববিদ্যালয়ের অন্তত কয়েক হাজার শিক্ষার্থী।

দোকান বন্ধের ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অকিল উদ্দিন জানান, মিডনাইটে অপরাধীরা দোকানে বসে আড্ডা দেয়, তাই বন্ধ করে দেয়া হচ্ছে। তবে স্টেশনারী দোকানে অপরাধীরা বসে আড্ডা দেয় কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘রাত বারোটার সময় স্টেশনারী দোকান খোলারও কোন দরকার নাই’।

তবে এ ব্যাপারে রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বলেন, গেইটে পুলিশ এ ধরনের কাজ করছে বিষয়টা তার জানা নেই।

অন্যদিকে এ সিদ্ধান্তের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনভাবেই সংশ্লিষ্ট নয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ।

টিআই/ ০১ অক্টোবর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]