15119

আবরার হত্যা মামলায় মুজাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আবরার হত্যা মামলায় মুজাহিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

2019-10-14 07:45:43

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি মুজাহিদ মোজাহিদুল ওরফে মোজাহিদুর রহমান।

রোববার (১৩ অক্টোবর) দুপুরে বিচারক নিভানা খায়ের জেসির খাস কামরায় এই জবানবন্দী দিয়েছেন। মুজাহিদ মোজাহিদুল ওরফে মোজাহিদুর রহমান আবরার হত্যায় এজহার ভুক্ত ৯ নং আসামি, তিনি বুয়েট শাখা ছাত্রলীগের সদস্য। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মুজাহিদসহ ৪ আসামি।

এরআগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত এজাহারনামীয় মো. শামীম বিল্লাহ (২০) ও মোয়াজ আবু হুরায়রা (২০) প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর, ২০১৯) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনা সংক্রান্তে নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা করের ১৯ জনকে আসামি করে।

এমএন/ ১৩ অক্টোবর ২০১৯

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]