15750

রুম্পা হত্যার বিচারের দাবিতে 'ছাত্র অধিকারে'র মানববন্ধন

রুম্পা হত্যার বিচারের দাবিতে 'ছাত্র অধিকারে'র মানববন্ধন

2019-12-08 05:52:59

ধর্ষণ, খুন, নির্যাতন নিপীড়ন বেড়ে যাওয়ার কারণ হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা প্রদানের ব্যর্থতাকে দায়ি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক। স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুম্পা হত্যার বিচারের দাবিতে শনিবার বিকেলে শাহবাগে মানববন্ধনে দাঁড়িয়ে তিনি এমন মন্তব্য করেছেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আয়োজিত ওই মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহবায়ক মুহাম্মদ রাশেদ খাঁন, ফারুক হাসান, আবু হানিফসহ সাধারণ ছাত্র অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর ভিপি নুরুল হক বলেন, রাষ্ট্রীয় নির্যাতন, নিপীড়নমূলক শাসনতন্ত্রে কথা বলতে পারছে না জনণগ। আমাদের বোন ধর্ষণের শিকার হচ্ছে, সেখানেও প্রতিবাদ গড়ে তুলতে বাঁধার সম্মুখীন হতে হয়। রাষ্ট্রীয়ভাবে অতিদ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এরকম ঘটনা ঘটতেই থাকবে। আমাদেরকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে। প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে।

দ্রুত বিচার দাবি করে পরিষদের অপর যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, ‘প্রতিটা প্রতিষ্ঠানে ধর্ষণ,ইভটিজিংয়ের মত ঘটনা ঘটছে প্রতিনিয়ত। কিন্তু এসব অপকর্মের বিচার নাই, প্রতিকার নাই। যেখানে একজন পুলিশের মেয়ে নিরাপদ নয় সেখানে আমাদের মা বোন নিরপাদ নয়।’

যে দেশের প্রধানমন্ত্রী একজন নারী, সে দেশে ধর্ষণ-নির্যাতন হচ্ছে অহরহ উল্লেখ করে বিস্ময়ের সঙ্গে ইডেন কলেজের শিক্ষার্থী ফাতেমা আক্তার বলেন, 'নারী হয়েও এসব বন্ধ করতে না পারলে এ দেশে কখনো সত্যিকার অর্থে সামনে আগাতে পারবে না।'

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]