15760

রুমডেটিংয়ের একান্ত মূহুর্তে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

রুমডেটিংয়ের একান্ত মূহুর্তে হার্ট অ্যাটাকে ছাত্রীর মৃত্যু

2019-12-08 22:57:07

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের কিং এডওয়ার্ড স্কুলের দশম শ্রেণির ছাত্রী ক্লাস ছুটি শেষে বয়ফ্রেন্ডকে নিয়ে রুমডেটিংয়ের একান্ত মূহুর্তে হার্ট অ্যাটাকে মারা গেছেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে নিয়েও বাঁচানো যায়নি।

জানা যায়, স্কুলে ছুটির দিন পূরবী ১৯ বছরের প্রেমিককে বাড়িতে ডাকে। তার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়। আচমকা অজ্ঞান হয়ে গেলে ছেলেটি দ্রুত পূরবীর বাবা-মাকে ফোন করে ডাকে। তার বাবা হিপ ও নি-রিপ্লেসমেন্ট সার্জন ডা. সীতারাম গিরি নিজের হাসপাতালে মেয়েকে ভর্তি করান। প্রেমিকের আঘাতে পূরবীর শরীর দিয়ে এত রক্তক্ষরণ হয়েছে কি না তা জানতে প্রেমিককে আটক করে পুলিশ।

আরও জানা যায়, মেডিকেল পরীক্ষায় পূরবীর রক্তে ও মূত্রে অতিরিক্ত কোকেনের উপস্থিতি মেলে। কোকেনের মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণেই হার্ট অকেজো হয়ে পূরবীর মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে পুলিশ। তবে জেরার পর প্রেমিককে ছেড়ে দেওয়া হয়।

বার্মিংহামে ধনী ডাক্তার দম্পতির মেয়ে পূরবী। তাদের বিলাসবহুল বাড়ির মূল্য প্রায় ১০ লাখ ইউরো। ফিজিক্স নিয়ে উচ্চশিক্ষার কথা চলছিল পূরবীর। পড়াশোনায় তুখোড় ওই ছাত্রী সম্প্রতি নেশায় আসক্ত হয়ে পড়েন। ব্রিটেনে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত দশম শ্রেণির ছাত্রী বোর্ড পরীক্ষায় স্কুলের মধ্যে প্রথম হয়েছিলেন। ‘এ’ গ্রেড-সহ স্টার মার্ক পাওয়া ছাত্রীটি ব্রিটেনের কিং এডওয়ার্ড স্কুলের ছাত্রী। বন্ধুদের কথায়, নিয়মিত কোকেন, মদ, মাদকের নেশা করত পূরবী। অনেক সময় স্কুলেও মদ্যপান করে আসত। এমনকী বোর্ড পরীক্ষার আগেও নেশায় ডুবেছিল। অত্যন্ত মেধাবী ছাত্রী হওয়ায় স্কুল কর্তৃপক্ষ পূরবীর এই অভ্যাসের জন্য কিছু বলত না বলে দাবি তার সহপাঠীদের।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]