16085

ধর্ষকের শাস্তির দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

ধর্ষকের শাস্তির দাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ

2020-01-06 15:11:13

কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীকে ধর্ষনের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে মিছিল করেছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

সোমবার (০৬ জানুয়ারি) ভোররাত পৌনে চারটায় সংগঠনের পরিষদের যুগ্ম আহ্বায়ক ও ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে রাজু ভাস্কর্যের সামনে বক্তব্য রাখেন অাখতার হোসেন। তিনি বলেন, এ ঘটনায় যাদের অবহেলা আছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সঙ্গে যে বর্বরতম ঘটনা ঘটেছে, তা বাংলাদেশের বিচারহীনতার কারণেই ঘটেছে। ধর্ষকদের বার বার ছাড় দেয়া হয়েছে, তখনই বাংলাদেশে এমন ঘটনা বার বার ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে যখন এ ধরনের ঘটনা ঘটে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে তা মেনে নিতে পারি না। সেজন্য আমরা এখানে একত্রিত হয়েছি।

তিনি বলেন, আগামিকালও আমাদের বিক্ষোভ কর্মসূচি আছে। অবিলম্বে যারা ধর্ষনের ঘটনা সংগঠিত করেছে, যারা সহযোগিতা করেছে তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে রাত তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। মিছিল শেষে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্য নেতারা ধর্ষনের ঘটনায় সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এদিকে সকাল ১১ টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শামসুন্নাহার হলের ভিপি তাসনিম আফরোজ ইমি ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

এর আগে, রাজধানীর কুর্মিটোলা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাস থেকে নামার পর দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বর্তমানে ওই শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ঢাবির বাসে ওঠেন ওই শিক্ষার্থী। সন্ধ্যা ৭ টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তার মুখ চেপে তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়। পরে তার ১০টার দিকে জ্ঞান ফিরলে তিনি নিজেকে ন্নির্জন স্থানে অবিষ্কার করেন। পরে সেখান থেকে সিএনজি যোগে নিজ গন্তব্যে পৌঁছান। পরে রাত ১২টার দিকে ওই শিক্ষার্থীকে ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস সেন্টারেভর্তি করান তার সহপাঠীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]