16539

'কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে'

'কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারের কাজ শিগগিরই শুরু হবে'

2020-02-14 07:38:32

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রতিদিন প্রায় ১১০০ শিক্ষার্ত্থী নিয়মিত অধ্যয়ন করে। কিন্তু সেখানকার ওয়াশরুমগুলো অনেক পুরনো এবং সংস্কারের অভাবে প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছিলো। ঢাকা বিশ্ববি৯দ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)’র পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের নিকট সেগুলো সংস্কারের আবেদন করা হলে তিনি দ্রুততম সময়ে লাইব্রেরির ওয়াশরুম সংস্কার সংক্রান্ত বিলটি পাশ করে দেয়ার ব্যবস্থা করে দেন। সাতটি ওয়াশরুমের সংষ্কার ও আধুনিকায়নের জন্য ১৩ লক্ষ টাকা বরাদ্দ হয়।

ডাকসু’র সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য এবং রাইসা নাসের কেন্দ্রীয় গ্রন্থাগারের ওয়াশরুমগুলো সংষ্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেন।

রকিবুল ইসলাম ঐতিহ্য বলেন, লাইব্রেরির ওয়াশরুমগুলো অনেক পুরনো এবং সংস্কারের অভাবে প্রায় ব্যবহারের অনুপযোগী হয়ে পরেছিলো। শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে।

রাইসা নাসের জানান, ‘শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার খোজ খবর রাখার জন্য আমরা নিয়মিত লাইব্রেরিতে যাওয়া আসা করেছি। ওয়াশরুম গুলোর অবস্থা খুবই শোচনীয় এবং শিক্ষার্থীরা প্রতিনিয়তই অসুবিধার সম্মুখীন হয় এজন্য। কোষাধ্যক্ষ স্যারের কাছে ওয়াশরুমগুলোর সংষ্কার ও আধুনিকায়নের জন্য আবেদিন করলে তিনি আন্তরিকভাবে আমাদের সাহায্য করেন। রেজিস্টার ভবনের দীর্ঘসূত্রিতা এড়ানোর জন্য আমরা প্রতিটি ধাপে নিজেরা উপস্থিত থেকে বিলটি দ্রুততম সময়ে যেন পাশ হয় সেজন্য চেষ্টা করেছি।‘

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]