16994

অসহায়, অভাবগ্রস্থদের পাশে "মানবিক বন্ধুসভা"

অসহায়, অভাবগ্রস্থদের পাশে "মানবিক বন্ধুসভা"

2020-03-30 16:46:54

সারা দেশ আজ অবরুদ্ধ। থমকে গেছে সব কর্মব্যস্ততা।মানুষ ভুলে গেছে তার শৌখিনতা। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারদর এখন আকাশচুম্বী।করোনা ভাইরাসের কারনে যেখানে মধ্যবিত্ত পরিবারগুলো খাবার সংগ্রহে হিমসিম খেয়ে উঠছে, সেখানে দিনমজুর, হোটেল বয়,রিক্সাচালক ও দিন আনি দিন খায় পরিবারগুলো পড়েছে আরো বিপাকে। দৈনন্দিন খাবার ব্যবস্থা করায় তাদের জন্য দুষ্কর সেখানে করোনা ভাইরাস প্রতিরোধে ব্যবহার্য উপাদান তাদের নাগালের বাইরে।

এমতাবস্থায় "মানবিক বন্ধুসভা" দাড়িয়েছে অসহায়,অভাবগ্রস্ত মানুষের পাশে,তাদের মুখে তুলে দিচ্ছে আহার। "মানবিক বন্ধুসভা" একটি সেচ্ছাসেবী সংগঠন যেখানে কাজ করছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নিবেদিত শিক্ষার্থীরা।

ইতিমধ্যে "মানবিক বন্ধুসভা" গত ২৫ মার্চ বুধবার দেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষদের ভিতর ত্রাণ বিতরণ করেছে। উল্লেখ্য ঢাকা জেলার মিরপুর বস্তী এলাকা,চাঁদপুর, রংপুর ও কুমিল্লা জেলায় তাদের কার্যক্রম চালিয়েছেন। আজ ২৯ মার্চ,রবিবার "মানবিক বন্ধুসভা" রাজশাহী,সাতক্ষীরা এবং কালকিনিতে খেটে খাওয়া মানুষ, অভাবগ্রস্ত অসহায় ৪৪ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সফল হয়েছে ।

এর আগে করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে জনসচেতনতা, ফ্রী মাস্ক ও জীবাণুনাশক দ্রব্য, ও খাদ্যদ্রব্য বিতরণ করা।

"মানবিক বন্ধুসভা" ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মীর সাথে কথা বলে জানা গেছে দেশের এই ক্রান্তিকালে তাদের পরিশ্রম অব্যাহত থাকবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]