17015

করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর

2020-03-31 20:26:50

করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলেই নমুনা পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ ভিডিও কনফারেন্স শুরু হয়। ৬৪ জেলার কর্মকর্তারা এ ভিডিও কনফারেন্সে সংযুক্ত হন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, সচেতনতা তৈরি করা গেছে বলেই করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

হুঁশিয়ারি দেন, মানুষের এমন দুঃসময়ে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে। করোনা পুরোপুরি পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বানও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]