17050

করোনা: ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা

করোনা: ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা

2020-04-05 16:57:14

করোনার ধাক্কা কাটিয়ে উঠতে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে গণভবনে দেশের অর্থনীতির উপর বিরূপ প্রভাব উত্তরণের জন্য প্রণোদনা প্যাকেজ ঘোষণা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মেকাবেলায় যথা সময়ে ব্যবস্থা নেয়ায় দেশে এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। করোনায় আক্রান্তদের মাঝে সুস্থতার হার বেশি তাই আতংকিত না হওয়ার আহবান জানান প্রদানমন্ত্রী।

করোনা পরিস্থিতির কারণে দেশের শিল্প খাতে ধস নেমেছে বলেও মন্তব্য করেন তিনি। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারি ব্যয়ে বিদেশ ভ্রমণ নিরুসাহিত করা হবে একই সাথে স্বল্প সুদে ব্যাংক ঋণ দেয়া হবে।

তিনি আরো জানান, বিনামূল্যে খাদ্য বিতরণ করা হবে। ব্যাংকিং সেক্টরের জন্য ৩০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল গঠন করা হবে। ক্ষুদ্র শিল্পের জন্য ২০ হাজার কোটি টাকার ওয়ার্কিং ক্যাপিটাল ফান্ড গঠন করা হবে। এসময় প্রধানমন্ত্রী ঘরে বসে দেশবাসীকে নববর্ষ উদযাপনের আহবান জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]