17082

করোনা কেড়ে নিল ৮২ হাজারেরও বেশি প্রাণ

করোনা কেড়ে নিল ৮২ হাজারেরও বেশি প্রাণ

2020-04-08 17:28:17

আসার আলো দেখলো ইউরোপ, ফিরে আসার স্বপ্ন দেখছে ইতালি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হু হু করে বাড়তে থাকা একদিনে মৃতের সংখ্যা কমতে শুরু করেছে ইতালি ও স্পেন। তবে অপরিবর্তিত রয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্যে। গত ২৪ ঘণ্টায় ইতালিতে মারা গেছেন ৬০৪ জন।

গত কয়েকদিনে ইতালিতে মৃত্যুহার কমে যাওয়ার পরিসংখ্যান বলে ফিরে আসছে ভালো দিন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আগামী এক মাসের মধ্যে করোনা পরিস্থিতির বিশাল পরিবর্তন হবে সেখানে। লকডাউনের মত বিষয়গুলো থেকে হয়তো মুক্তি পাবে ইতালিবাসী।

তবে শঙ্কা বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জনস হপকিন্স ট্র্যাকার জানাচ্ছে, বুধবার ভোর পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৮৫৪ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ ধরা পড়েছে ৩৩ হাজার ৩১৯ জনের। গোটা মার্কিনমুলুকে আক্রান্ত বেড়ে হয়েছে ৪ লাখ ৪১২ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ হাজার ৬৭৪ জন। আক্রান্তদের মধ্যে অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় রয়েছেন ৯ হাজার ১৬৯ জন।

করোনার হটস্পট হয়ে উঠেছে নিউইয়র্ক। সেখানকার এক ডাক্তারের কথায়, নিউইয়র্কের ৭০ শতাংশ মানুষই এখন করোনায় আক্রান্ত।

এখনো করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। এ পর্যন্ত দেশটিতে মোট ১৭ হাজার ১২৭ জন মানুষ মারা গেছেন। স্পেনে ১৪ হাজার ৪৫ জন মানুষ মারা গেছেন। বুধবার (৮ এপ্রিল) যুক্তরাজ্যে মৃতের সংখ্যা এখন ৬ হাজার ১৫৯।

যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, আরও সাত থেকে ১০ দিন পর যুক্তরাজ্যে সবচেয়ে খারাপ অবস্থা আসতে পারে। তারপর সংক্রমণের হার নিম্নগামী হবে।

করোনা ভাইরাসে ফ্রান্সে একদিনেই রেকর্ড ১ হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৩২৮। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মারা নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৯ জন। সব মিলিয়ে ১ লাখ ৯০ হাজার ৬৯ জন।

বুধবার সকাল ৯টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৩১ হাজার ছাড়িয়েছে। ২০৯টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস বুধবার ( ৮ এপ্রিল) পর্যন্ত ৮২ হাজারেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]