17104

করোনা: ফুসফুস কেটে সাবান দিয়ে ধোয়ার পরামর্শ আ. লীগ নেতার

করোনা: ফুসফুস কেটে সাবান দিয়ে ধোয়ার পরামর্শ আ. লীগ নেতার

2020-04-10 06:50:55

করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে ফুসফুস কেটে (অপারেসন) তা হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, এ্যালকোহল বা সাবান পানি দিয়ে ধুয়ে জিবানুমুক্ত করার পরামর্শ দিয়েছেন সাবেক সাংসদ ও বর্তমান আ.লীগের উপদেষ্টা জয়নাল হাজারী।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মধ্যম ফেইসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় তিনি এমন পরামর্শ দেন।

ভিডিওতে তিনি বলেন, ফুসফুসের উপর বসে আছে ভাইরাসগুলো এটাকে অপারেসন করে, হার্টের যেমন অপারেসন করা হয়। তেমনিভাবেে এটাকে অপারেসন করে ফুসফুসটাকে বাইরে এনে বা সেখানে রেখে হ্যান্ড স্যানিটাইজার, ডেটল, এ্যালকোহল বা সাবান পানি দিয়ে এটাকে ধুয়ে দেওয়া যায়না? যেহেতেু আমাদের বলা হচ্ছে শুধু সাবান পানিতেই ভাইরাসগুলো মরে যায়, সেটা যদি হয় তাহলে অপারেসন করে ফুসফুসটা বের করে হ্যান্ড সেনিটাইজার, এ্যালকোহল বা সাবান পানি দিয়ে ধুয়ে দিলে তাহলে তো ঐ ফুসফুস থেকে ভাইরাসগুলো মরে যেতে পারে। এ বিষয়টা আমার মনে উদয় হয়েছে। ডাক্তার সাহেবরা দয়া করে এটা….

 

 

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]