17108

বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত

বঙ্গবন্ধু মেডিকেলের অধ্যাপকের পর মেয়েও করোনায় আক্রান্ত

2020-04-10 23:05:08

প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধ্যাপকের মেয়েও করোনা শনাক্ত হয়েছে। অধ্যাপকের শরীরে পজিটিভ আসায় তার স্ত্রী ও মেয়ের করোনাভাইরাস পরীক্ষা করা হয়। এতে কোভিড-১৯ পজিটিভ এসেছে মেয়ের।

তবে পরীক্ষায় নেগেটিভ এসেছে অধ্যাপকের স্ত্রীর। অন্যদিকে করোনায় আক্রান্ত অধ্যাপকের সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) বিএসএমএমইউ উপচার্য কণক কান্তি বড়ুয়া ও পরিচালক মাহবুবুল হক ওই অধ্যাপকের করোনাভাইরাস পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেন।

পরিচালক মাহবুবুল হক বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে টেস্ট করে আমরা জানতে পেরেছি, তিনি কোভিড-১৯ রোগে আক্রান্ত। আমরা উনার টেস্ট করিয়েছি।

উপচার্য কণক কান্তি বড়ুয়া জানান, ওই অধ্যাপকের করোনা শনাক্তের পর তার বিভাগে জীবাণুনাশক ছিটানো হয়েছে।

জানা গেছে, বিএসএমএমইউর অধ্যাপক একটি গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্বে থাকায় প্রতিদিনই ক্যাম্পাসে আসতেন। গতকাল বৃহস্পতিবারও তিনি ক্যাম্পাসে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার আগে তিনি সহকর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেছেন।

করোনা পজিটিভ ওই অধ্যাপক সাংবাদিকদের বলেন, এখন বাসায় আছি। আপনারা দোয়া করবেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]