17121

সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ

2020-04-12 01:39:09

দেশব্যাপী করোনাভাইরাস মোকাবেলায় ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বর্ধিত করা হয়েছে। এই সময়কালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

শনিবার (১১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী প্রধান এইচ এম মনিরুজ্জামান স্বাক্ষরিত নির্দেশনা সংক্রান্ত এক চিঠি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের সাধারণ ছুটি চলার প্রেক্ষিতে অফিস-আদালত, দোকানপাট, ব্যবসা-প্রতিষ্ঠান, মার্কেট বিভিন্ন ধরনের বিপণিবিতানসহ সকল গার্মেন্টস কারখানা, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

অনেকেই ছুটিকালীন সময়ে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন শহর জেলা ও উপজেলা এলাকার আবাসিক বাড়িঘর তালাবদ্ধ রেখে গ্রামের বাড়িতে গমন করেছেন। ফলে ঢাকা মহানগরসহ দেশের সকল মেট্রোপলিটন শহর বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ে ব্যবসাপ্রতিষ্ঠানসহ শপিংমল, ব্যাংক, এটিএম বুথ, স্বর্ণের দোকান, ওষুধের দোকান, আবাসিক এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নজরদারি আরো বৃদ্ধি করার অনুরোধ করা হচ্ছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]