17230

জুনের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

জুনের ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত

2020-04-26 21:01:38

আগামী জুন মাসে অনুষ্ঠিতব্য ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করেছে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে আইবিবির ওয়েবসাইট ও পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

আইবিবির মহাসচিব মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী সমকালকে জানান, ঢাকা ও বিভাগীয় শহরসহ দেশের ২২টি অঞ্চলে আইবিবির ডিপ্লোমা পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্র প্রস্তুত, খাতা পাঠানোসহ বেশ কিছু প্রস্তুতি রয়েছে। তবে করোনাভাইরাস পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় কবে নাগাদ এসব প্রস্তুতি নেওয়া যাবে এখনও বলা যাচ্ছে না। যে কারণে আগে-ভাগে পরীক্ষা স্থগিত করা হলো।

আইবিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) আগামী ৫ জুন থেকে অনুষ্ঠিতব্য ৯১তম ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত পরীক্ষার সংশোধিত সময়সূচী পরবর্তিতে আইবিবির ওয়েবসাইট ও সংবাদ পত্রের মাধ্যমে জনানো হবে।

উল্লেখ্য, ব্যাংকারদের পেশাগত দক্ষতা যাচাইয়ের অন্যতম একটি পরিমাপক ব্যাংকিং ডিপ্লোমা। পদোন্নতিসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাংকিং ডিপ্লোমায় পাশের বিষয়টি দেখা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]