17318

ভিডিও কল সেবা ‘মিট’ উন্মুক্ত করলো গুগল

ভিডিও কল সেবা ‘মিট’ উন্মুক্ত করলো গুগল

2020-05-02 23:35:21

ভিডিও কল সেবা ‘মিট’ থেকে এখন বিনামূল্যে কল করা যাবে বলে জানিয়েছে গুগল। ‘মিট’ সবার জন্য উন্মুক্ত করার ঘোষণা করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এখানে একসাথে ১০০ জনের সঙ্গে কথা বলা যাবে।

গুগল জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যে সবার জন্য তাদের এই সেবা উন্মুক্ত করা হবে।

মিট ব্যবহার করতে হলে আগে গুগলকে টাকা দিতে হতো। এ জন্য জি সুইটের পেইড অ্যাকাউন্ট থাকতে হতো।

সেপ্টেম্বরের পর থেকে ফ্রি অ্যাকাউন্টগুলো ৬০ মিনিট পর্যন্ত কথা বলতে পারবেন। ততদিন যতক্ষণ খুশি চ্যাট করা যাবে। গুগলের প্লে স্টোর এবং অ্যাপলের অ্যাপ স্টোর থেকে মোবাইল ব্যবহারকারীরা মিট অ্যাপ ডাউনলোড করতে পারবেন।

এসআর/ ০২ মে ২০২০

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]