17358

করোনায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

করোনায় ২ হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

2020-05-05 20:32:01

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে দুই হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (৪ মে) রাতে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিএসসি সুপারিশের আলোকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (স্বাস্থ্য) ক্যাডারের প্রবেশ পদে ২০১৫ সালের জাতীয় বেতন স্কেলে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা বেতনক্রমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে তাদের নিয়োগ দেওয়া হলো। সাময়িকভাবে নিয়োগ পাওয়া সহকারী সার্জনদেরকে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সেবা দিতে হবে। কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সেবা প্রদানকালে তার কর্মদক্ষতা সন্তোষজনক কিনা, চাকরি স্থায়ীকরণের সময় তা বিবেচনা করা হবে।

আগামী ১২ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ নির্দেশিত বা পদায়িত কার্যালয়ে যোগদানের জন্য প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি সম্মত নন বলে ধরে নিয়ে নিয়োগ বাতিল করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল তাদের সাময়িকভাবে নিয়োগের সুপারিশ করেছিল সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই দিন দুই হাজার চিকিৎসক এবং সিনিয়র স্টাফ নার্স পদে পাঁচ হাজার ৫৪ জনকেও নিয়োগের সুপারিশ করে পিএসসি।

৩৯তম (বিশেষ) বিসিএসে উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন, এমন আট হাজার ১০৭ জন প্রার্থীর মধ্য হতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে নিয়োগের জন্য যথাযথ বিধি-বিধান অনুসরণ করে ২ হাজার জন প্রার্থীকে সাময়িকভাবে সুপারিশ করা হয়। ৩৯তম বিসিএস থেকে এর আগে ৪ হাজার ৭২১ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]