17396

ঢাবি অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচে স্থানান্তর

ঢাবি অধ্যাপক মুনতাসীর মামুনকে সিএমএইচে স্থানান্তর

2020-05-08 08:13:06

করোনায় আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুনতাসীর মামুনকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে মুগদা জেনারেল হাসপাতাল থেকে তাকে সিএমএইচে নেওয়া হয়।

মেডিকেল বোর্ডের সদস্য ও মুগদা জেনারেল হাসপাতালের নাক, কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনিলাল আইচ লিটু জানান, অধ্যাপক মুনতাসীর মামুনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। কৃত্রিমভাবে অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। যেহেতু উনার বয়স হয়েছে এবং তিনি কোভিড-১৯ আক্রান্ত তাই তাকে সিএমএইচে নেওয়া হয়েছে।

এর আগে, কোভিড-১৯ উপসর্গ নিয়ে গত রবিবার সন্ধ্যায় এই হাসপাতালে ভর্তি করা হয় অধ্যাপক মুনতাসীর মামুনকে। পরের দিন সোমবার অধ্যাপক মুনতাসীর মামুনের কোভিড-১৯ সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]