17440

আমার করোনা হওযার খবর ভুয়া: বিএসএমএমইউ উপাচার্য

আমার করোনা হওযার খবর ভুয়া: বিএসএমএমইউ উপাচার্য

2020-05-12 06:54:40

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়ে ছড়ানো খবর নাকচ করে দিয়ে বলেছেন, ‘আমার তো করোনাভাইরাসের নমুনাই পরীক্ষা করা হয়নি। পজিটিভ হলাম কী করে?’

সোমবার (১১ মে) রাতে  আলাপকালে তিনি ক্ষোভ প্রকাশ করে এ কথা বলেন। এর আগে দেশের একটি সংবাদমাধ্যমে কনক কান্তি বড়ুয়া ও তার পরিবারের সদস্যরা করোনাভাইরাসে আক্রান্ত বলে খবর প্রকাশ হয়। পরে তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে।

খবরটিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, গতকাল (রোববার, ১০ মে) আমি অফিস করেছি। মিডিয়াতে আমি ও আমার পরিবারের সদস্যরা আক্রান্ত, এমন ভুয়া খবর কীভাবে এলো?

দেশে যে ক’টি হাসপাতালে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা চলছে, তার মধ্যে অন্যতম বড় প্রতিষ্ঠান হচ্ছে বিএসএমএমইউ।

স্বাস্থ্য অধিদফতরের সোমবারের (১১ মে) বুলেটিন অনুসারে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৯১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায়ই আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৪ জন, যা দেশে করোনা হানা দেয়ার পর সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এখন পর্যন্ত মারা গেছেন ২৩৯ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায়ই মারা গেছেন ১১ জন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]