1763

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্যের যোগদান

2017-08-22 00:12:54

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১০ম উপাচার্য হিসেবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। সোমবার (২১ আগস্ট) সাড়ে একটায় তিনি যোগদান করেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করে বিশ্ববিদ্যালয়ে আসেন উপাচার্য। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।

কার্যালয়ে পৌঁছালে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের বিভিন্ন প্যানেল, ছাত্র, সামজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকমীরা অভিনন্দন জানান।

যোগদান শেষে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়টির সুনাম বিশ্বজোড়া। শিক্ষা ও গবেষণাতে সর্বোচ্চ সতকর্তা জোরদার করার পাশাপাশি চলমান সেশনজট নিরসনে কাজ করে যাবেন তিনি।

উল্লেখ্য, প্রায় ২০ দিন ধরে উপাচার্যবিহীন থাকার পর গত ১৭ আগস্ট ১০ম উপাচার্য হিসেবে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে চার বছরের জন্য নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এমএস/ ২১ আগস্ট ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]