17637

খ্রিস্টান মিশনারী পরিচালিত নটর ডেম কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

খ্রিস্টান মিশনারী পরিচালিত নটর ডেম কলেজে ভর্তি কার্যক্রম স্থগিত

2020-06-03 19:09:14

নটর ডেম কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে ।

করোনা পরিস্থিতির উন্নতি হলে পরবর্তীতে ভর্তির সময় জানিয়ে দেয়া হবে বলে কলেজ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে । যদিও গতকাল ভর্তি কার্যক্রম শুরুর কথা ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ।

এর আগে কলেজ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে দেখা যায়, শিক্ষা মন্ত্রণালয় নটর ডেম কলেজকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে কলেজের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহণের জন্য অনুমতি প্রদান করেছে। তবে ৩ জুন সে নির্দেশনা স্থগিত করা হয়েছে।

নোটিস 

গত দুই বছর কলেজটি ভর্তির আবেদনকারী সকল প্রার্থীর জন্য পরীক্ষা নিয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করে আসছে । কিন্তু করােনা ভাইরাসের কারণে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি ও সরকারি অন্যান্য নির্দেশনা অনুসরণ করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হচ্ছে বিধায় এ বছর কোন ভর্তি পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছিল ।

ভর্তির জন্য এস.এস.সি. পরীক্ষায় প্রাপ্ত নম্বর ও বিষয়ের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে। মেধাক্রম সমান নম্বরধারীর সংখ্যা আসন সংখ্যার তুলনায় বেশি হলে বিজ্ঞান বিভাগ-এর উচ্চতর গণিত, জীববিজ্ঞান ও ইংরেজি, ব্যবসায় শিক্ষা বিভাগ-এর হিসাববিজ্ঞান, ইংরেজি, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি, মানবিক বিভাগ-এর ইংরেজি, বাংলা, তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বিষয়ে অধিক নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

ভর্তির ক্ষেত্রে ক্ষুদ্র নৃগােষ্ঠি, সংখ্যালঘু, প্রতিবন্ধি, মিশনারি কর্তৃক পরিচালিত প্রত্যন্ত এলাকার স্কুল বিবেচনায় আনা হবে। আগামী ১৪ জুন ভর্তির চূড়ান্ত ফলাফল মােবাইলে SMS করে জানানাে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য কলেজ ওয়েবসাইটে দেওয়া হবে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]