17973

সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার ঢাবি ছাত্রী, আটক ১

সন্ত্রাসী হামলা ও ছিনতাইয়ের শিকার ঢাবি ছাত্রী, আটক ১

2020-07-05 00:57:03

সন্ত্রাসী হামলা ও অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী তাসনিয়া জামান স্বর্ণা ও তার পরিবার।

এ ঘটনায় ইরাদ নামে একজন অপরাধীকে আটক করা হয়েছে এবং তার কাছ থেকে পার্টস ও মোবাইল উদ্ধার করা হয়েছে বলে campustimes.press-কে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ওসি।

ভুক্তভোগী শিক্ষার্থী তাসনিয়া জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালুর পরিপ্রেক্ষিতে নিজের জন্য ল্যাপটপ কিনার জন্য ভাই ও মাকে সাথে নিয়ে নিজ উপজেলা শ্রীপুর থেকে জেলা শহর মাগুরার উদ্দেশ্যে রওনা করলে এলাকার পরিচিত সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা নগদ ৮০ হাজার টাকা,দুটি মোবাইল ফোন,একটি ড্রাইভিং লাইসেন্স,পার্স ব্যাগ,কানের দুল,গলার চেইনসহ অন্যান্য জিনিসপত্র। ৪ ঠা জুলাই শনিবার সকাল ১০ টার দিকে নিজ এলাকা শ্রীপুর উপজেলার মালাইনগর ইউনিয়নের সোনাতুনদী এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী তার নিজের ভাষায় জানায় 'আজ সকাল ১০ টায় আমি, আমার ভাই ও আমার মা মিলে মাগুরা সদরে যাচ্ছিলাম। আমাদের অনলাইন ক্লাস শুরু হবে,তাই ল্যাপটপ কেনার জন্য যাচ্ছিলাম আমরা।তাছাড়া ভাই ও পরিবারের আরো কিছু কেনাকাটা/কাজ ছিলো। তখন আমাদের গ্রামের ছিনতাইকারী, মাদকব্যবসায়ী, আমাদের কাছ থেকে সাথে থাকা নগদ ৮০,০০০ টাকা, চেইন, কানের দুল ও ফোন নিয়ে গেছে। আমাকে অনেক মারধর করছে।

"আমার মা'কেও অনেক আঘাত করেছে।আমার ভাইকে কুপিয়ে রক্তাক্ত করেছে । আমার ভাই এখন হাসপাতালে ভর্তি।"

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় ইতিমধ্যে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে।সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের ধরতে ইতিবাচক ভূমিকা পালন করছে মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা পুলিশ ইতিমধ্যে একজন আসামিকে ধরা হয়েছে ও বাকিদের ধরতে চেষ্টা চালাচ্ছে স্থানীয় পুলিশ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]