18499

চমেকে ছাত্রলীগের সংঘর্ষ: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

চমেকে ছাত্রলীগের সংঘর্ষ: কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকেরা

2020-08-14 21:22:04

বিক্ষোভ কর্মসূচি শেষ করলেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ। সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ করে তারা। জুমার নামাজের আগে কর্মসূচি শেষ করে। তবে, দাবি না মানা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

কর্মসূচির কারণে ভোগান্তির শিকার হচ্ছে রোগী ও তাদের স্বাজনরা। সাথে কোভিড রোগী সেবার দায়িত্বে থাকা ওই চিকিৎসকদের কর্মবিরতিতে বিঘ্নিত হচ্ছে স্বাস্থ্যসেবা।

আধিপত্য বিস্তার নিয়ে গতকাল ইন্টার্ন চিকিৎসক শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়। এরমধ্যে সাবেক সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী একটি গ্রুপ ও অপর গ্রুপটি শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলর অনুসারী। এতে পাঁচজন আহত হয়। এ ঘটনার জেরেই বিক্ষোভে নামে ছাত্রলীগের একটি অংশ।

এ বিষয়ে আইডিএ এর যুগ্ম আহ্বায়ক আবিদুর রহমান বলেন, ‘বিকেলে প্রথম দফা হোস্টেলে ঢুকে আমাদের ওপর বহিরাগত গ্রুপটি হামলা করে। ওই ঘটনায় রাতে চকবাজার থানায় অভিযোগ দিয়ে ফেরার সময় গুলজার মোড়ে আমাদের ওপর হামলা হয়। এতে ওসমানসহ চার পাঁচজন আহত হয়। এর প্রতিবাদে আমরা অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছি।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]