18500

জার্মান গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিলেন ফাহাদ

জার্মান গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে দিলেন ফাহাদ

2020-08-15 01:50:12

বিশ্ব দাবা অলিম্পিয়াডের প্রথম তিন রাউন্ডেই হেরেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) অনলাইন প্লাটফর্মে শুরু হয়েছে এই প্রতিযোগিতা। ডিভিশন-২ এর পুল ‘এ’ গ্রুপের খেলায় বাংলাদেশ প্রথম রাউন্ডে ৪.৫-১.৫ পয়েন্টে হেরেছে জার্মানির কাছে।

তবে এই রাউন্ডে বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান জার্মানির গ্র্যান্ডমাস্টার লুইস অ্যাঞ্জেলসকে হারিয়ে চমক দেখিয়েছেন। প্রথম রাউন্ডে ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। হেরেছেন জিয়াউর রহমান, শারমিন সুলতানা শিরিন, আহমেদ ওয়ালিজা।

দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ ৪-২ পয়েন্টে হেরেছে বেলারুশের কাছে। দ্বিতীয় রাউন্ডে জিতেছেন বাংলাদেশের নোশিন আনজুম। ড্র করেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। হেরেছেন নাজরানা খান ইভা, শারমিন শিম্মি ও তাজওয়ার জিয়াা।

তৃতীয় রাউন্ডে বাংলাদেশ ৩.৫-২.৫ পয়েন্টে হেরেছে বেলজিয়ামের কাছে। এই রাউন্ডে জিতেছেন রিফাত বিন সাত্তার ও রানী হামিদ। ড্র করেছেন নিয়াজ মোরশেদ এবং হেরেছেন শারমিন সুলতানা শিরিন, মোহাম্মদ ফাহাদ রহমান ও নেশিন আঞ্জুম।

শনিবার বাংলাদেশ চতুর্থ রাউন্ডে খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, পঞ্চম রাউন্ডে খেলবে বুলগেরিয়ার বিরুদ্ধে এবং ষষ্ঠ রাউন্ডে খেলবে কিরগিজস্তানের বিরুদ্ধে।

প্রথম তিন রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ১০ দলের মধ্যে নবম স্থানে রয়েছে। ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জার্মানি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]