18550

ভারতের সরকারি র‌্যাঙ্কিংয়ে সেরা বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া

ভারতের সরকারি র‌্যাঙ্কিংয়ে সেরা বিশ্ববিদ্যালয় জামিয়া মিলিয়া ইসলামিয়া

2020-08-17 05:07:55

নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধিতার জন্য কয়েক মাস আগে আলোচনার কেন্দ্রে চলে এসেছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। দেশের বিশ্ববিদ্যালয়ের সেরা তালিকায় তারই স্থান হয়েছে শীর্ষে।

তালিকাটি প্রস্তুত করেছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়। খবর আনন্দবাজারের।

৯০ শতাংশ স্কোর করে সবার উপরে জামিয়া,তারপর ৮৩ শতাংশ স্কোর করে দ্বিতীয় স্থানে অরুণাচল প্রদেশের রাজীব গাঁধী বিশ্ববিদ্যালয়।যথাক্রমে ৮২ ও ৭৮ শতাংশ স্কোর করে তৃতীয় ও চতুর্থ স্থান দখল করেছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। ২০১৯-২০ সালে বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে মউ স্বাক্ষরিত হয় কিছু শর্তের ভিত্তিতে।

ইউজিসি ও এমএইচআরডি নির্ধারিত পঠন-পাঠনের ভিত্তিতেই বিশ্ববিদ্যালয়গুলিকে বিচারের মাপকাঠি তৈরি করা হয়। জামিয়াই প্রথম বিশ্ববিদ্যালয় যারা ২০১৭ সালে এই মউ প্রথমবারের জন্য স্বাক্ষর করে।

.

বিশ্ববিদ্যালয়ে পঠনরত আন্ডার গ্র্যাজুয়েট, স্নাতকোত্তর, পিএইচডি, এম ফিল অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সংখ্যা,তাঁদের কাজ বা গবেষণার মান ইত্যাদি বিচার করা হয়েছে তালিকা প্রস্তুতির সময়। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা, অন্য রাজ্য এবং অন্য দেশ থেকে আসা ছাত্রদের সংখ্যার শতাংশও স্কোর গড়তে সাহায্য করেছে।

আবার শিক্ষক-ছাত্র সম্পর্ক, শিক্ষকের শূন্যপদ, ভিজিটিং অধ্যাপক ইত্যাদিও বিচার করা হয়েছে। পাশাপাশি, ক্যাম্পাস ইন্টারভিউয়ের মাধ্যমে নেট কিংবা গেট-এর মতো পরীক্ষাগুলিতে কতজন সুযোগ পেয়েছেন তাও বিবেচনায় আনা হয়েছে।

জানা যাচ্ছে, পরিচালন দক্ষতা, অর্থের সঠিক ব্যবহার এবং কিছু কো-কারিকুলার ও এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিতেও অনেকখানি বেশি স্কোর করেছে জামিয়া। এইআইআরএফ, এনএএসি ইত্যাদি দেশি ও আন্তর্জাতিক তালিকায়ও ভাল জায়গায় আছে জামিয়া। ভাইস-চ্যান্সেলর নাজমা আখতার জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাফল্যে তাঁরা অত্যন্ত খুশি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]