19092

প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

প্রাতিষ্ঠানিক ই-মেইল অ্যাকাউন্ট পাচ্ছেন ঢাবি শিক্ষার্থীরা

2020-09-17 00:13:33

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাতিষ্ঠানিক ই-মেইল পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পরে হলেও শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয় আইসিটি সেল। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের ই-মেইল অ্যাড্রেস Google-এর G-Suite for Education-এর মাধ্যমে প্রদান করা হবে, যেখানে শিক্ষার্থীরা ই-মেইল ছাড়াও গুগল ড্রাইভ, গুগল ক্লাসরুম, গুগল মিটসহ G-Suite-এর অন্যান্য সার্ভিস ব্যবহার করতে পারবে।

‘প্রতিটি বিভাগ/ইন্সটিটিউট একজন করে ‘ই-মেইল অ্যাডমিন’ মনোনয়ন প্রদান এবং শিক্ষার্থীদের তথ্য যাচাই করে আইসিটি সেলে প্রেরণ করবে। এরপর শিক্ষার্থীদের ই-মেইল অ্যাকাউন্ট প্রদান করা হবে।’

এ বিষয়ে ডাকসুর আন্তর্জাতিক সম্পাদক শাহারিমা তানজিন অরনি বলেন, এটি আমার নির্বাচনী ইশতেহার ছিল। সেজন্য আমরা অনেকেই এটা নিয়ে কাজ করেছি ।ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, আমি এবং অন্যান্য সদস্যরা এটা নিয়ে চেষ্টা করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্যোগ দেয়ায় তাদেরকে ধন্যবাদ।

এর আগে গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক ই-মেইল প্রদানের সকল কার্যক্রম সম্পন্ন করেছে বলে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে জানানো হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]