19170

কলকাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ঢাবি শিক্ষার্থী

কলকাতার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক ঢাবি শিক্ষার্থী

2020-09-21 00:41:13

কলকাতায় অনুষ্ঠিত “উই ফিল স্পেশাল অ্যাওয়ার্ড আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভালে” সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও তরুণ চলচ্চিত্র পরিচালক শারীফ অনির্বাণ।

সেইসাথে এই উৎসবে সর্বাধিক খেতাব অর্জন করেছেন বাংলাদেশের উদীয়মান ও মেধাবী এই চলচ্চিত্র নির্মাতা। এই উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে তার চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সেরা হিসেবে মনোনয়ন পেয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উৎসব আয়োজকদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে বুধবার (১৬ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় উৎসবের সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়।

রিকশা চালক এক বাবার গল্প নিয়ে নির্মিত ‘ইনভেস্টমেন্ট’ সিনেমার জন্য তিনি সেরা পরিচালকের খেতাব অর্জন করেন। এছাড়া তার নির্মিত শর্টফিল্ম ‘কসমোপলিটন’, ‘ড্রিম ড্রাইভার’ এবং ‘সোনার বাংলা’ যথাক্রমে সেরা স্ক্রিপ্ট, সেরা আর্ট ডিরেকশন এবং সেরা সামাজিক বার্তা প্রদানের জন্য বিজয়ী হিসেবে মনোনিত হয়।

বার্ড ল্যাব এর ব‌্যানারে সিনেমা ৩‌টির প্রযোজনা ক‌রেন ঢাকা বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের আইইআ‌রের অধ‌্যাপক ড. মো. আবদুস সালাম। সহ‌যো‌গী ও সহকারী প‌রিচালক হি‌সে‌বে ছি‌লেন, আহ‌মেদ সালেকীন, নাঈম মাহমুদ, জিহাদুল ইসলাম বিপ্লব এবং ম‌তিয়ার রহমান। চল‌চ্চিত্রগু‌লি‌ নির্মা‌ণে বি‌শেষভা‌বে সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন, আর্ন্তজা‌তিক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চল‌চ্চিত্র নির্মাতা আশরাফ শি‌শির, কথা শিল্পী ফায়জু‌ন্নেসা শিল্পী, ড. মো: আবদ‌ুল কাইয়ুম, মো: আজাদুল ইসলাম।

নির্মাতা শারীফ অনির্বাণ জানান, দেশে বানিজ্যিক ঘরানার ছবি নিয়ে যখন দর্শক মনে হতাশা তখন বাংলাদেশের স্বাধীন নির্মাতারা বিশ্বের বিভিন্ন উৎসবে দেশে প্রশংসিত হচ্ছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট নীতি নির্ধারকগণ যদি সৃষ্টিশীল তরুণ নির্মাতাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রণোদিত করতে না পারেন তবে বাংলা সিনেমার সেই হারানো ঐহিত্য ফিরে পাওয়া দুষ্কর।

এদিকে এই উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে যৌথভাবে মনোনিত হয়েছে ভারতের রজত তালুকদারের ‘মা’ এবং নেদারল্যান্ডের অগ্নিভা সেনগুপ্তের ‘তারাতুম’ সিনেমা দুটি।

উই ফিল ক্রিয়েশানের নির্বাহী প্রযোজক মিসেস দিপিকা বিশ্বাস জানান “শর্ট ফিল্ম এখন বিশ্বজুড়ে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু নবীন নির্মাতারা তাদের মেধা এবং কঠোর পরিশ্রম অনেক সময় নিরুৎসাহিত হয় বাজেট আর পৃষ্ঠেপাষকতার অভােব।

শারীফ অনির্বাণ বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সেকেন্ড চান্স এডুকেশন কর্মসূচিতে অডিও ভিডিও এন্ড ডকুমেন্টেশন ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]