19185

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ১০ লাখ ছাড়াল

বিশ্বে করোনা শনাক্ত ৩ কোটি ১০ লাখ ছাড়াল

2020-09-21 20:30:19

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা সোমবার সকাল পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ২৮ হাজার ৭৫৭ জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় এই তথ্য জানিয়েছে।

একই সময় বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯ লাখ ৬০ হাজার ৬৯৮ জন হয়েছে।

বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৪ হাজার ৮১৪। করোনায় সংক্রমিত হয়ে দেশটিতে মারা গেছেন ১ লাখ ৯৯ হাজার ৫০৯ জন।

করোনাভাইরাসে দ্বিতীয় ক্ষতিগ্রস্ত দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ লাখ ৮৭ হাজার ৫৮০। মোট মৃতের সংখ্যা ৮৭ হাজার ৮৮২।

তৃতীয় ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন। মোট মারা গেছে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন।

বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে ভারতে করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৮৬ হাজার ৯৬১ জন নতুন করে শনাক্ত হয়েছেন। একই সময় মারা গেছেন ১ হাজার ১৩০ জন। তবে ভারতে সুস্থতার হার ভালো। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৯৩ হাজার ৩৫৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। অর্থাৎ নতুন সংক্রমিতের চেয়ে সেরে ওঠা ব্যক্তির সংখ্যা বেশি।

ইউরোপের বিভিন্ন দেশেও করোনার সংক্রমণ বাড়ছে। অঞ্চলটিতে করোনার দ্বিতীয় ধাক্কা আসার আশঙ্কা করা হচ্ছে। বিভিন্ন দেশ করোনার সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কঠোর করছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]