19208

রাত পৌনে ১টায় নুরসহ তাদের সকলকে ছেড়ে দেয়া হয়েছে

রাত পৌনে ১টায় নুরসহ তাদের সকলকে ছেড়ে দেয়া হয়েছে

2020-09-22 07:09:32

রাত পৌনে ১টার সময় ডিবি পুলিশের কার্যালয় থেকে নূরকে ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্র অধিকার পরিষদের নেতা মুহম্মদ রাশেদ খান।

এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসা শেষে রাত পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগী সোহরাবকে পৌঁছে দেওয়ার জন্যে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।ৎ

সোমবার রাতে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘নুরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। তাকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়েছে। যেহেতু সে অসুস্থ তাই চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল। অসুস্থতার কারণে তাকে পৌঁছে দেওয়ার জন্যে ডিবির গাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।’

নুরকে নিতে এসেছেন তার স্ত্রী 

ডিএমপির একটি সূত্র রাত ১২টার দিকে জানিয়েছে, ‘ছেড়ে দেওয়ার অফিসিয়াল ফর্মালিটির জন্যে নূরকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।’

ছাত্র অধিকার পরিষদের নেতা মুহম্মদ রাশেদ খান রাত সাড়ে ১২টায় বলেন, ‘ডিবির এডিসি নাজমুল জানিয়েছেন অফিসিয়াল প্রক্রিয়া শেষে নুরকে ছেড়ে দেওয়া হবে। আমাদের কর্মীদের ডিবি কার্যালয়ের বাইরে অপেক্ষা করতে বলেছেন।’

আজ রাতে নুরসহ চার জনকে ডিবি পুলিশ ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান বলে জানান ঢামেকের আবাসিক সার্জন ডা. মোহাম্মদ আলাউদ্দিন।

তিনি বলেন, ‘সাবেক ভিপি নুরসহ চারজনকে হাসপাতালে নিয়ে আসে ডিবি পুলিশ। নুরের বুকে, কোমরসহ কিছু স্থানে এক্সরে করা হয়েছে। তবে, তাদের অবস্থা ভাল। তাদেরকে হাসপাতালে ভর্তি রাখার দরকার নেই।’

ডিবি পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম  রাত সাড়ে ৯টা ৫০ মিনিটের দিকে বলেছিলেন, ‘ভিপি নুরসহ সাতজনকে আটকের কয়েক ঘণ্টা পরে ছেড়ে দিয়েছে পুলিশ।’

রমনা ডিভিশন পুলিশের ডিসি সাজ্জাদুর রহমান বলেছেন, ‘তারা মৎস্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে এবং পুলিশের কাজে বাধা দেয়। এ কারণে, নুরসহ বাকিদের আটক করা হয়।’

রাত পৌনে ৯টার দিকে নুরুল হক নুরসহ সাত জনকে রাজধানীর মৎস্য ভবন এলাকা থেকে আটক করে পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয় জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়। রাজধানীর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্রী মামলাটি দায়ের করেন।

মামলার বিষয়টি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আশরাফ উদ্দিন মামলার নিশ্চিত করলেও এ সংক্রান্ত বিস্তারিত কোনো তথ্য জানাননি।

উল্লেখ্য, নুর সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২৮ বছর বাদে ২০১৯ সালে ডাকসু নির্বাচনে তিনি ভিপি নির্বাচিত হন।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]