19229

ডিইউএলপিআর এর নতুন কমিটি

ডিইউএলপিআর এর নতুন কমিটি

2020-09-23 03:26:17

শিক্ষার্থীদেরকে অ্যাকাডেমিক লেখালেখিতে সংযুক্ত করার পাশাপাশি দেশী ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদেরকে সম্পৃক্ত করে দেশের জননীতি নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে যাত্রা শুরু হয় ডাকসু এলপিআর এর। মূলত ডাকসুর সদ্য সাবেক আন্তর্জাতিক সম্পাদক শাহরিমা তানজিন অর্নি এর হাত ধরেই জার্নালটির যাত্রা শুরু হয়।প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করার পাশাপাশি, শিক্ষার্থী এবং বিশেষজ্ঞদের মধ্যে সম্পর্ক তৈরিতেও ভুমিকা রেখেছে সংগঠনটি।

ডাকসুর মেয়াদ শেষ হলে সংগঠনটি ডিইউএলপিআর নামধারণ করে নবরূপে যাত্রা শুরু করে। ইতিমধ্যে এক বছর মেয়াদ পূর্ণ হওয়ায় সংগঠনটির নতুন পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক এডিটর ইন চিফ মো. আজহার উদ্দীন।

নতুন কমিটিতে শাহরিমা তানজিন অর্নিকে এডিটর ইন চিফ করার পাশাপাশি সৌরভ দাশ রনিকে ম্যানেজিং এডিটরের দায়িত্ব দেয়া হয়েছে। এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য মোট ৭ টি টিমে একজন করে কোঅর্ডিনেটর এবং একজন কো-কোঅর্ডিনেটর নিযুক্ত করে সর্বমোট ১৪ জনকে দায়িত্ব দেয়া হয়েছে।

তারা হলেন যাথাক্রমেঃ- ব্লগ(বাংলা)-ইতু আহমেদ (কোঅর্ডিনেটর),জসিম উদ্দিন (কো-কোঅর্ডিনেটর);ব্লগ(ইংরেজি)-তানভীর আহমেদ ফাহিম(কোঅর্ডিনেটর),আজমীর রহমান(কো-কোঅর্ডিনেটর);বুক রিভিউ -মো. ইরফানুল ইসলাম(কোঅর্ডিনেটর),মাশরেফা তাসনীম (কো-কোঅর্ডিনেটর);ইন্টারভিউ -জান্নাতুল নাইম(কোঅর্ডিনেটর),পুর্বাশা( কো-কোঅর্ডিনেটর);ডিইউ থিঙ্কস-তাসমিম সুলতানা মৌলি(কোঅর্ডিনেটর), মো.শাহরিাদ ইসলাম(কো-কোঅর্ডিনেটর);মিডিয়া-এইচ. এম. ফজলে রাব্বি(কোঅর্ডিনেটর),সাকিন তানভীর(কো-কোঅর্ডিনেটর);ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স -বিভা মোশাররফ (কোঅর্ডিনেটর),মো. মোকসেদুল ইসলাম (কো-কোঅর্ডিনেটর)

নবনিযুক্ত এডিটর ইন চিফ শাহরিমা তানজিন অর্নি বলেন,”শিক্ষার্থীদের লেখালেখির স্কিল ডেভেলপমেন্ট করার লক্ষ্যে আমাদের এই সংগঠনটির যাত্রা শুরু হয়।ডাকসু থেকে যেহেতু আমাদের যাত্রা শুরু হয় তাই ডাকসুর প্রতি এতদিন দায়বদ্ধতা ছিল কিন্তু বর্তমানে নতুম নামে স্বতন্ত্র সংগঠন হিসেবে নিজেদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে সঙ্গেই এই বিষয়কে মাথায় রেখে আমরা কাজ করবো।নিজেদের যোগ্যতার পরিচয় নিজেদের কাজের মাধ্যমেই জানান দিতে চাই।করোনা মহামারীর প্রকোপে কিছু বাধা থাকলেও সামনে ৬ মাসব্যাপী একটি পরিকল্পনা রয়েছে আমাদের যার পুরোটাই অনলাইন প্লাটফর্ম ভিত্তিক।অতি শীঘ্রই রাজনীতি ও আাইন সম্পর্কিত সাম্প্রতিক আলোচ্য বিষয়ের উপর বিভিন্ন ওয়েবিনারের আয়োজন করা হবে।সাবস্টেনশিয়াল আলোচনার জন্য এসব ওয়েবিনার যুক্ত থাকবেন দেশের ও আন্তর্জাতিক বরেণ্য ব্যক্তিবর্গ।

তিনি বলেন,  এই ঘরবন্দী সময়ে শিক্ষার্থীদেরকে বেশি বেশি ব্লগ লেখায় উৎসাহিত করছি। জুনিয়রদেরকে লেখালেখিতে সম্পৃক্ত করার জন্য এবং মানসম্মত লেখার অভ্যাস করার জন্য বিভিন্ন কর্মশালা আয়োজনের পরিকল্পনা রয়েছে।এসকল প্রোগ্রামে অক্সফোর্ড ল রিভিউয়ের সাথে কোলাবরেশন করার সম্ভাবনা রয়েছে।সামনে একটি উপদেষ্টামণ্ডলী গঠন করা হবে, সেখানে গুনী শিক্ষকদের অন্তর্ভুক্তি থাকবে।

"আমরা চাই আমাদেরকে অনুসরণ করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভবিষ্যতে আরো স্টুডেন্ট পাবলিশড জার্নাল প্রকাশ পাবে।দেশের ও বিদেশের সকল শিক্ষক, শিক্ষার্থীদেরকে আমাদের প্রকাশনায় লেখা প্রকাশের জন্য আমন্ত্রণ জানাচ্ছি"।

"ডিইউএলপিআর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনা হলো বাৎসরিক জার্নাল। যেহেতু নতুন কমিটি গঠিত হয়েছে কিছুদিনরে মধ্যেই কল ফর পেপারের ঘোষণা আসবে”।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]