19261

যথাসময়ে কর্মস্থলে থাকছেন না শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

যথাসময়ে কর্মস্থলে থাকছেন না শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা

2020-09-24 17:53:25

অফিস সময়ে কর্মস্থলে উপস্থিত থাকছেন না শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা। বিভিন্ন স্থানে তারা ঘোরাফেরা করছেন। কেউ কেউ আবার যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হন না। এসব কারণে জরুরি দাফতরিক গুরুত্বপূর্ণ কাজ করতে বিলম্ব হচ্ছে।

এসব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ইদানীং লক্ষ করা যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী তার নিজ কর্মস্থলে যথাসময়ে উপস্থিত হন না এবং দাফতরিক জরুরি ও গুরুত্বপূর্ণ কার্যাদি সম্পন্ন না করে অফিসকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অফিসকক্ষ ত্যাগ করছেন, এমনকি এ সময়ে নিজ কর্মস্থল ছেড়ে অন্যস্থানে যাচ্ছেন যা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এর পরিপস্থী।

এমন অবস্থায় এসব কর্মকর্তা-কর্মচারীকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হতে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করার নির্দেশনা দেয়া হয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]