19427

৩০০ এর ঘরে 'শিখবে সবাই'

৩০০ এর ঘরে 'শিখবে সবাই'

2020-10-01 13:41:04

আইটি এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান 'শিখবে সবাই' সম্প্রতি ৩০০তম ব্যাচ শুরু করেছে। ৩০০ এর ঘরে পৌঁছানো প্রতিষ্ঠানটি অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে এখন পর্যন্ত প্রশিক্ষণ প্রদান করেছে প্রায় ৮ হাজারের বেশি শিক্ষার্থীকে।

'শিখবে সবাই'য়ের অফিসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা।

করোনা পরবর্তীতে সময়ে অফলাইন প্রশিক্ষণ শুরু করেছে 'শিখবে সবাই'। এ ছাড়া শিক্ষার্থীদের জন্য অনেক ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেয়া এই প্রতিষ্ঠানের অনলাইন ক্লাসগুলো হয় লাইভে। শিক্ষার্থীদের বাসা থেকে সাপোর্ট দিতে তাদের রয়েছে অনলাইন সাপোর্ট প্ল্যাটফর্ম। সপ্তাহের যেকোনো দিন শিক্ষার্থীদের অফিসে এসে সাপোর্ট নেওয়ার সুবিধা দিচ্ছে 'শিখবে সবাই'।

শিখবে সবাই'য়ের চিফ অপারেটিং অফিসার (সিওও) আবদুল কাদের বলেন, ২০১৭ সালের মাঝামাঝিতে যাত্রা শুরু করে 'শিখবে সবাই'। এখন চলছে ৩০০তম ব্যাচ। মানে আমরা তিনশ' এর ঘরে। অল্প সময়েই নিজেদের দক্ষতা এবং পরিশ্রম দিয়ে ব্যাপক সাড়া পেয়েছি আমরা। ইতোমধ্যে দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের কাছে পৌঁছে গেছে 'শিখবে সবাই'য়ের নাম। পাশাপাশি দেশের বাইরে এখন পর্যন্ত ১৪টি দেশের প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী অনলাইনের মাধ্যমে 'শিখবে সবাই' থেকে নিজেদের দক্ষতা উন্নয়নে কাজ করেছেন।

তিনি আরও বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে আমাদের প্রতিষ্ঠান। অফলাইনে প্রায় ৪ হাজার ৭০০ জন এবং অনলাইন থেকে দক্ষতা বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি শিক্ষার্থী।

সরকারি বিভিন্ন প্রজেক্ট যেমন লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট (এলইডিপি), এলআইসিটি প্রজেক্টেও দীর্ঘদিন কাজ করছি আমরা। এ ছাড়া 'শিখবে সবাই'য়ের দেশের শীর্ষস্থানীয় বেশকিছু এনজিওয়ের সঙ্গে দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]