19428

রাবিতে দুর্নীতি নিয়ে ইউজিসির মতামত পেলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

রাবিতে দুর্নীতি নিয়ে ইউজিসির মতামত পেলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

2020-10-01 13:45:11

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মতামত পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সঙ্গে এক ভার্চুয়াল মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

'কোনো উপাচার্যের দুর্নীতি তদন্ত করার এখতিয়ার ইউজিসির নেই' মর্মে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানের চ্যালেঞ্জ দেওয়ার বিষয়ে এক সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে শিক্ষামন্ত্রী বলেন, 'যে অভিযোগগুলো এসেছে ইউজিসি নিয়মানুযায়ীই তার তদন্ত করছে। কেউ চ্যালেঞ্জ করতেই পারেন, তবে ইউজিসির যে দায়িত্ব তা ইউজিসিকে পালন করতে হবে। মন্ত্রী বলেন, ইউজিসির কাছ থেকে মতামত পাওয়ার পর আমরা এ বিষয়ে আমাদের যা করণীয় তা করব।'

চলতি বছরের শুরুতে রাবি উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এবং উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়ার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৬৫ শিক্ষক ৩০০ পৃষ্ঠার ১৭টি অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন ও ইউজিসিসহ সরকারের উচ্চপর্যায়ে দাখিল করেন।

এর পরিপ্রেক্ষিতে ইউজিসি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ১৯ সেপ্টেম্বর উপাচার্য ও উপ-উপাচার্যকে শুনানির জন্য ডাকে। তবে ইউজিসির কমিটি 'আইনসিদ্ধ নয়' এবং কমিটির সদস্যরা উপাচার্যের বিরুদ্ধে তদন্ত করার এখতিয়ার রাখেন না দাবি করে উপাচার্য শুনানিতে যাননি। অন্যদিকে উপ-উপাচার্য অসুস্থতার কারণ দেখিয়ে শুনানিতে অংশ নেননি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]