19471

সমুদ্রে অবগাহনে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সমুদ্রে অবগাহনে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

2020-10-03 01:21:07

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। ফাতীন ইতমাম মাহমুদ (২৩) নামে ওই শিক্ষার্থী রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলো। ফাতীন ঢাকা মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (৩য় কলোনী) মাহমুদুল হোসাইনের ছেলে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে সিগাল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটে। টুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, সিগাল হোটেল সংলগ্ন সাগরে ভাটার সময়ে গোসলে নামে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সেখানে ভাটার টানে হারিয়ে যায় ফাতীন ইতমাম মাহমুদ।

পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ উদ্ধারপূর্বক কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় ইউডি মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

এদিকে সৈকতে দায়িত্বরত সী সেইফ লাইফ গার্ড এর সুপারভাইজার সাইফুল্লাহ সিফাত জানান, যে পয়েন্টে পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে সেই পয়েন্টে জেলা প্রশাসনের লাল পতাকা ও সতর্কবানী সম্বলিত সাইনবোর্ড ছিল তারপরও পর্যটকদের অসচেতনতায় এমন অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা ঘটছে। তিনি কক্সবাজার সৈকতে আসার সকল পর্যটকদের সচেতন ও সতর্ক হওয়ার আহ্বান জানান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]