19711

একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক রশীদ হায়দার আর নেই

একুশে পদকপ্রাপ্ত লেখক ও গবেষক রশীদ হায়দার আর নেই

2020-10-13 18:49:21

একুশে পদকপ্রাপ্ত লেখক, মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর ফুলার রোডে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন্তী হায়দারের বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন রশীদ হায়দার। জামাতা ইশতিয়াক আজাদ এই তথ্য জানান।

রশীদ হায়দার বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

ইশতিয়াক আজাদ জানান, আজ বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রশীদ হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

রশীদ হায়দারের জন্ম ১৯৪১ সালে, পাবনায়। তাঁর পুরো নাম শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার।

রশীদ হায়দার বাংলা একাডেমির পরিচালক ছিলেন। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন।

২০১৪ সালে একুশে পদক পান রশীদ হায়দার।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]