19737

জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ

জিডিপি প্রবৃদ্ধিতে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে এগিয়ে বাংলাদেশ

2020-10-15 01:02:46

২০২০ সালে জিডিপি প্রবৃদ্ধির হারের হিসাবে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে বাংলাদেশ।

আজ মঙ্গলবার রাতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনোমিক আউটলুকে এ তথ্য জানানো হয়।

এই হিসাবে ২০২০ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে তিন দশমিক ৮০ (৩.৮০) শতাংশে।

এতে আরও জানানো হয়, ২০২০ সালে ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে মাইনাস ১০ দশমিক তিন (-১০.৩) শতাংশ, পাকিস্তানের মাইনাস শূন্য দশমিক চার (-০.৪) শতাংশ, শ্রীলংকার মাইনাস চার দশমিক ছয় (-৪.৬) শতাংশ, ভুটানের দশমিক ছয় (০.৬) শতাংশ, মালদ্বীপের মাইনাস আট দশমিক ছয় (-৮.৬) শতাংশ, আফগানিস্তানের মাইনাস পাঁচ (-৫) শতাংশ এবং নেপালের শূন্য (০) শতাংশ।

এতে আরও বলা হয়, ২০২১ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার হতে পারে চার দশমিক চার (৪.৪) শতাংশ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]