19815

'যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে'

'যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে'

2020-10-18 01:31:57

আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি । দেখা হবেনা আর কোনদিনই। রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা কবিতার মোলায়েমে কিংবা কালজয়ী বিখ্যাত অসংখ্য শব্দের যাদুই বলি প্রাক্তন সবখানেই এক বিখ্যাত চরিত্র প্রেমের নগরে ।

কবি রুদ্র মুহাম্মাদ শহীদুল্লাহ বলেছেন,

চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয় ,
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী ।
চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে,
আমার না-থাকা জুড়ে।

প্রাক্তন নিয়ে এরকম হাজার হাজার শক্তিশালী শব্দজয়ী কবিতা কিংবা সাহিত্য আমাদের নতুন এক চরিত্রকে আলোচিত করে । প্রেম মানে যে সুন্দর শেষ এরকম কেউ কোনদিন বলেনি । বিরহ প্রেমের এক অন্যমাত্রার শিল্প ।

সে যে কারণেই বিচ্ছেদ নামুক জাগতিক মোহে, মন যে একবার দিয়াছে সন্তর্পণে শুধু সেই জানে মন আর মানুষ কি চায়, কাহাকে চায়, কতখানি চায় ।

কাজী নজরুল ইসলাম বলেছেন ,

যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে
অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে
বুঝবে সেদিন বুঝবে ।

কবি হেলাল হাফিজ বলেছেন ,

  • তুমিই তো অসময়ে অন্ধকারে,
    অন্তরের আরতির ঘৃতের আগুনে পুড়বে নির্জনে।
    আমাকে পাবে না খুঁজে, কেঁদে-কেটে, মামুলী ফাল্‌গুনে।

এইযে প্রেম নিয়ে এত অভিমান, এত চাঞ্চল্য এ যেন চিরকাল বহমান । যুগে যুগে প্রেম আর প্রাক্তন নিয়ে কৌতূহল মানুষের অন্তরে থেকে যাবে জনমে জনমে । চলে গিয়েও কি কখনও সবটা যেতে পেরেছে কেও । অনেক থাকা না থাকায়, অনেক স্পর্শে কিংবা অপেক্ষায় থেকে গেছে কোথাও না কোথাও ।

প্রেম কেবলি এক প্রেম । স্বর্গ আর মর্তলোকের এক অবিচ্ছেদ্য সঙ্গম । প্রেমের কোন বিচ্ছেদ নেই । প্রাক্তন শুধু নামে, সমাজে আর দূরত্বে । মূলত সবকিছু জমে আছে মগজে, প্রেমে আর বেঁচে থাকায় ।

আজ ১৭ অক্টোবর । প্রাক্তনকে ক্ষমা করার দিন । নিঃসন্দেহে দিবসটি অনেক অভিমানে ভরাট হওয়া ফুসফুসে এক নরম কাশফুলের ছোয়া দিবে । দূরত্বের মরিচীকা ঘুঁচিয়ে ভালো এক সৃষ্টির জন্ম দিতে পারে ছোট একটা ক্ষমায় । আসুন প্রাক্তনকে ক্ষমা করে জানি । ক্ষমার উদারতায় পুড়ে যাক অভিমান, ক্ষোভ আর হাজার বছরের পাপ । প্রেম আবার চিরচেনা আনন্দ আর স্বাচ্ছন্দ্যে মেতে উঠুক চারপাশে ।

নাহিদ নিলয় ।
১৭.১০.২০২০ ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]