19911

এইচএসসির শিক্ষার্থীরা জাতীয় বীর

এইচএসসির শিক্ষার্থীরা জাতীয় বীর

2020-10-22 22:01:57

এইচএসসির পর প্রত্যাশিত বিষয় নিয়ে পড়ার সুযোগ পাননি হলিউড তারকা কেট ব্লানচেট। পড়েছেন অর্থনীতি নিয়ে। তখনই বুঝেছিলেন, এইচএসসির পর কত কষ্ট! আর ক্যারিয়ারের মাঝ দিগন্তে এসে বুঝতে পেরেছেন, কেবল এইচএসসির পর কেন, সারা জীবনই নানা কসরত করে কাটাতে হয় মানুষকে।

করোনা মহামারির কারণে সংকটে পড়েছে বিশ্বের শিক্ষার্থীরা। বিশেষ করে এ বছর যাদের এইচএসসি পরীক্ষা ছিল। বাড়িতে বসে থাকতে থাকতে একঘেয়েমি চলে এসেছে তাদের। আবার অনেকে অনলাইনে ক্লাস ও পরীক্ষায় বসেছে। অস্ট্রেলিয়ায় এইচএসসির শিক্ষার্থীরা যাতে হতাশ না হয়, সে জন্য নেওয়া হয়েছে বিশেষ কার্যক্রম। তাদের মনোবল শক্ত করার জন্য ড্রিঙ্কওয়াইজ নামের একটি সংস্থা নিয়েছে বিশেষ উদ্যোগ। সেখানে এইচএসসির শিক্ষার্থীদের উদ্যম ধরে রাখতে ‘ইউ গট দিস’ শীর্ষক এক প্রচারণা শুরু করেছে তারা। সে রকম এক প্রচারণার অংশ হিসেবে ভিডিও বার্তা দিয়েছেন হলিউড তারকা কেট ব্লানচেট।

ওই বার্তায় অস্কারজয়ী এই অভিনেত্রী বলেছেন, ‘২০২০ সালের এইচএসসির শিক্ষার্থীরা প্রত্যেকেই একেক জন জাতীয় বীর। কারণ, তারা এই মহামারির মধ্যেই উচ্চমাধ্যমিক শেষ করতে যাচ্ছে। এই অর্জনের জন্য তোমাদের ভূয়সী প্রশংসা না করে পারছি না। তোমরা পেরেছ।

আর যদি ভাবো যে পারোনি, তাতেও কিছু যায়–আসে না। অন্যদের সহযোগিতা নাও। সহযোগিতা চাইতে পারাও একটি শক্তির ব্যাপার, যেটা আমিও প্রায়ই করি।’ ব্ল্যানচেট বলেন, ‘শিক্ষাজীবনের এই সময় খুব যন্ত্রণার এবং সেরা সময়। তোমরা যারা পরীক্ষায় বসতে যাচ্ছ, মনে রেখো, তোমাদের দেশ তোমাদের পেছনে থাকবে আর এই পরীক্ষার ফলাফলে কিছু যাবে–আসবে না।

এটা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়, তোমার জীবনেরও সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু নয়। এই পরীক্ষা দিয়ে তোমার জীবনের কিছুই নির্ধারিত হবে না। স্কুল পাড়ি দেওয়ার সময় আমাকেও ভীষণ যন্ত্রণা পোহাতে হয়েছিল। পরে যে বিষয় নিয়ে পড়তে চেয়েছিলাম, সেটা নিয়ে পড়তে পারিনি, পড়েছি অর্থনীতি নিয়ে। অর্থনীতি পড়তে আমার একদম ভালো লাগত না। কী যে কষ্ট হতো, বলে বোঝাতে পারব না। কিন্তু পরে দেখলাম, জীবনে এর চেয়ে বড় বড় কষ্ট আছে। তাই বলছি, যারা বাড়িতে আছো, নিজের প্রতি যত্নশীল হও।’

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]