19993

স্নাতক পাশেই সমাবর্তনে অংশ নিতে পারবেন রাবি শিক্ষার্থীরা

স্নাতক পাশেই সমাবর্তনে অংশ নিতে পারবেন রাবি শিক্ষার্থীরা

2020-10-28 15:27:31

আগামী সমাবর্তন থেকে স্নাতক পাশেই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ২৫২তম শিক্ষা পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফখরুল ইসলাম।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের সভাপতিত্বে শিক্ষা পরিষদের সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত শিক্ষা পরিষদ সদস্য ও আরবী বিভাগের অধ্যাপক ড. ইফতিখারুল ইসলাম মাসউদ জানান, বিশ্বের প্রায় সকল দেশে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়েও স্নাতক পাশে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয়। ১১তম সমাবর্তন হয়ে গেলেও রাবির শিক্ষার্থীরা সেই সুযোগ পেতেন না। শুধুমাত্র স্নাতকোত্তর, এমফিল, পিএইচডিধারীদের সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ ছিল।

তবে ১২তম সমাবর্তন থেকে স্নাতকোত্তর, এমফিল, পিএইচডি ছাড়াও স্নাতক ডিগ্রিধারীরাও সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন সেই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও জানান, কেউ যদি স্নাতক পাশে সমাবর্তনে অংশগ্রহণ করেন এবং স্নাতকোত্তরে আবার অংশগ্রহণ করতে চান সেই সুযোগও পাবেন। এভাবে এমফিল, পিএইচডি ডিগ্রি লাভে আলাদা সমাবর্তন পেয়ে গেলে সেখানেও অংশগ্রহণের সুযোগ পাবেন। এভাবে চারটিতেই অংশগ্রহণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]