20143

ধর্ম নিয়ে কটুক্তিকারী ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি

ধর্ম নিয়ে কটুক্তিকারী ইবি শিক্ষার্থীর বিরুদ্ধে তদন্ত কমিটি

2020-11-04 04:20:51

ইসলাম ধর্মের পবিত্র মক্কা ও জমজম কুপকে নিয়ে কটুক্তিকারী ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষার্থী সাইফুল্লাহ আল হাদীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম এ কমিটি গঠন করেন।

এতে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদকে আহবায়ক করা হয়েছে। কমিটিতে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোস্তাক মো. আ. ম. মনোয়ার আলী ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমানকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে কতৃপক্ষের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর মক্কা ও জমজম কুপকে কটুক্তি করে নিজস্ব ফেসবুক টাইমলাইনে স্টাটাস দেয় আরবী ভাষা ও সাহিত্য বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হাদী। পরে শিক্ষার্থীরা তার বহিষ্কার দাবি করলে গত শনিবার প্রশাসনের কাছে ঐ শিক্ষার্থীর স্থায়ী বহিষ্কারের সুপারিশ করে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]