20405

প্রেমিকার সঙ্গে ঝগড়া, চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা

প্রেমিকার সঙ্গে ঝগড়া, চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা

2020-11-20 13:58:36

ভারতের মুম্বাইয়ে প্রেমিকার সঙ্গে অশান্তির জেরে চকলেট বোমা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। আত্মহত্যার চেষ্টাকারী ওই ব্যক্তির নাম সচিন চৌহান। খবর নিউজ১৮’র।

পেশায় গাড়িচালক ৫৫ বছর বয়স্ক সচিন প্রেমের সম্পর্ক গড়ে তোলেন পূর্ব মালাড অঞ্চলের তিন সন্তানের জননী ও তার চেয়ে তিন বছরের বড় এক নারীর সাথে। ওই নারী তার মা ও সন্তানদের সাথে সেখানে থাকতেন।

তারা বিবাহিত না হওয়ার ফলে ছিল না কোন সামাজিক স্বীকৃতি। আর এ নিয়েই ওই নারীর মা সচিনকে তাদের বাড়িতে যেতে নিষেধ করেন। এ নিয়ে রোববার তাদের মাঝে ঝগড়া হলে প্রেমিকাকে ছুরিকাঘাত করে আহত করে সে। তারপর নিজের মুখে বোমা পুরে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয় পুলিশ খবর পেয়ে দুজনকেই স্থানীয় কুপার হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানায়, দুজনের অবস্থাই আশঙ্কাজনক।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]