20476

আলোর মিছিল পাঠাগারের ৩য় বর্ষে পদার্পণ উৎসব

আলোর মিছিল পাঠাগারের ৩য় বর্ষে পদার্পণ উৎসব

2020-11-27 02:32:56

রংপুরের কাউনিয়া উপজেলার খানসামাহাটে অবস্থিত "আলোর মিছিল পাঠাগার"। পাঠাগারের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে অত্র অঞ্চলের শিক্ষার্থীদের নিয়ে ৪ মাস ব্যাপী কর্মসূচির উদ্বোধন হয়েছে আজ । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রেজাউল করিম, সাবেক সিভিল সার্জন ও পরিচালক, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ রিপন মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ আর এম মুজিবুর রহমান, পরিচালক, হারাগাছ আশরান ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেনঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদ হাসান, উদ্বোধন শেষে সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে বর্তমান শিক্ষার্থীরা জয়লাভ করে।

আলোর মিছিল পাঠাগারের ৪ মাস ব্যাপী এ আয়োজনে আরও থাকবে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, টিপু, ডাংগুলি, দাড়িয়াবান্ধা সহ নানা দেশীয় খেলা। শিক্ষা-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বই পড়া প্রতিযোগিতা, মজার গণিত কুইজ, বিজ্ঞান কুইজ, বুক রিভিউ, ফটোগ্রাফি, বিজ্ঞান প্রজেক্ট উপস্থাপনসহ আরও নানা প্রতিযোগিতা।

করোনা পরিস্থিতির কারণে এবারের প্রতিটি আয়োজন ভিন্ন ভিন্ন দিনে ও স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

.

উল্লেখ্য যে "আলোর মিছিল" পাঠাগারটি রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের খানসামাহাটে অবস্থিত। ২০১৯ এর ১২ ফেব্রুয়ারি পাঠাগারটির যাত্রা। পাঠাগারের নিয়মিত কার্যক্রমের বাহিরে শিক্ষার্থীদের জন্য নিয়মিতভাবে নানা ধরনের শিক্ষা সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও খেলাধুলার আয়োজন করা হয়ে থাকে। একাডেমিক ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থী সৎ, দেশ প্রেমিক, মুক্ত চিন্তার অধিকারী ও মানবিকবোধ সম্পন্ন হয়ে বেড়ে উঠবে এই উদ্দেশ্যেই প্রতিষ্ঠিত হয় এই পাঠাগার।

১. পাঠাগারে রয়েছে ১৫০০ এরও বেশি বই, বিজ্ঞান বাক্স, বিভিন্ন রকমের পাজল, দাবা ও সুডোকু
২. সোম ও শুক্রবার ছাড়া পাঠাগার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে
৩. পত্রিকা ও ম্যাগাজিন কক্ষ ২৪ ঘন্টা খোলা
৪. ৫০ এরও বেশি পাঠকের কাছে নিয়মিত বই ধার
৫. "মুক্তিযুদ্ধের ইতিহাস জানি"
মুক্তিযুদ্ধের ইতিহাসের বই পড়া, বঙ্গবন্ধুর জীবনী পাঠ, তাজউদ্দীন আহমেদের জীবনী, ভাষা শহীদদের জীবনী, বীরশ্রেষ্ঠদের জীবনী, ভাষা আন্দোলন কুইজ, মুক্তিযুদ্ধ কুইজ, ডকুমেন্টারি প্রদর্শন, ফেস টু ফেস ক্লাস ইত্যাদি
৬. বিতর্ক কর্মশালা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন
৭. দুই ধাপে বই পড়া প্রতিযোগিতা
৮. বিজ্ঞান কুইজ, মজার গণিত কুইজ, বাংলা ও ইংরেজি বানান শুদ্ধিকরণ, মানচিত্র কুইজ
৮. উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা, গল্প বলা, কবিতা আবৃত্তি
৯. ফূটবল, ক্রিকেট, ব্যাডমিন্টিন ও ভলিবল খেলা
১০. ডাংগুলি, টিপু, দাড়িয়াবান্ধা সহ নানা দেশীয় খেলা
১১. প্রতি মাসের শেষ বৃহস্পতিবার বড় পর্দায় একটি শিক্ষণীয় সিনেমা বা ডকুমেন্টারি প্রদর্শন। ইত্যাদি।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]