20512

পিএইচডি ডিগ্রি পেলেন সেনাবাহিনীর প্রধান

পিএইচডি ডিগ্রি পেলেন সেনাবাহিনীর প্রধান

2020-11-30 03:00:29

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের (বিইউপি) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ। তাঁর পিএইচডির বিষয় ছিল ‘বর্ডার ম্যানেজমেন্ট চ্যালেঞ্জেস অব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) : ইস্যুস ইন ট্রান্সন্যাশনাল থ্রেট’।

আজ রবিবার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালসের ( বিইউপি) একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সভায় এ পিএইচডি ডিগ্রির অনুমোদন দেয়া হয়। সেনাবাহিনী প্রধান বিইউপির ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের পিএইচডির শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, সেনাবাহিনী প্রধানের পিএইচডির তত্ত্বাবধায়ক ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ। এছাড়া এক্সটার্নাল এক্সামিনার ছিলেন প্রফেসর ড. মিতা ব্যানার্জি।

তিনি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরের কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সলর। অপর প্যানেল সদস্য ছিলেন বিইউপির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এ কাশেম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মুজাহিদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তজার্তিক সর্ম্পক বিভাগের প্রফেসর ড. রাশেদ-উজ-জামান।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]