20518

মামুনুলকে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ সাংসদ নিক্সনের

মামুনুলকে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ সাংসদ নিক্সনের

2020-12-01 01:24:44

বিরোধিতাকারী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ দিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। চট্টগ্রাম নগরের পুরোনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে আজ সোমবার দুপুরে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সাংসদ মুজিবর রহমান চৌধুরী বলেন, ‘দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করছেন। মাথায় কি বুদ্ধি কম? শেখ হাসিনা তো অনেক ওপরের বিষয়। সারা দেশে যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। আসেন, দেখেন, খেলা হবে।’

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমকে গণসংবর্ধনা দিতে যুবলীগ চট্টগ্রাম মহানগরের উত্তর ও দক্ষিণ জেলা শাখা এ আয়োজন করে। এতে যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মুজিবর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সংবর্ধনা অনুষ্ঠানে নিক্সন চৌধুরী বলেন, ‘যুবলীগের সঙ্গে এক মিনিট লড়াই করার ক্ষমতা নেই। ফাপরবাজি করবেন না।’

মামুনুল হককে উদ্দেশ্য করে নিক্সন চৌধুরী বলেন, ‘কোন দেশের টাকা খেয়ে হঠাৎ করে চাঙা হয়েছেন? দালালি ছেড়ে দেন। এটা স্বাধীন বাংলাদেশ।’ তিনি আরও বলেন, ‘যদি সাহস থাকে মাঠে আসেন, খেলা হবে। আমাদের মাথা থেকে পা পর্যন্ত কলিজা। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।’

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা এবং হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক রাজধানীর দোলাইরপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে আপত্তি জানিয়েছেন। ভাস্কর্য নির্মাণ করা হলে তা বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।অন্যদিকে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সম্প্রতি বিরোধে জড়ান নিক্সন চৌধুরী। স্বতন্ত্র এ সাংসদের বিরুদ্ধে গত ১৫ অক্টোবর চরভদ্রাসন থানায় মামলা করে নির্বাচন কমিশন (ইসি)। ইসির করা মামলায় নিক্সন চৌধুরীর বিরুদ্ধে ১০ অক্টোবরের চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘন, সরকারি কর্মকর্তাদের ভয়ভীতি প্রদর্শন, গালিগালাজ ও হুমকির অভিযোগ আনা হয়।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]