20960

'স্বপ্নে বিভোর বাবা’ এর শুভ মহরত অনুষ্ঠিত

'স্বপ্নে বিভোর বাবা’ এর শুভ মহরত অনুষ্ঠিত

2021-01-04 01:38:30

নব্যবাংলা প্রযোজিত বাবা দিবসের টেলিছবি ‘’স্বপ্নে বিভোর বাবা’’ এর শুভ মহরত গত ২৩ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।

শীগ্রই ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হবে। নাটকটি রচনা করেছেন ড. কাজী ইকবাল জামান পরিচালনা করছেন তরুন নির্মাতা কামরুজ্জামান পুতুল । ড. কাজী ইকবাল জামানের “আজকালকার মেয়েরা “নামক উপন্যাস থেকে গল্পটি থেকে সাজানো হয়েছে।

বিবাহ বিচ্ছেদের পর সন্তানদের ভাগাভাগি করে নিয়ে সেই সন্তানদের লালন পালন ও তাদের চাহিদা মিটাতে গিয়ে যেভাবে হিমসিম খায় একজন আদর্শ সাধারন চাকুরিজীবী বাবা ।স্বপ্নে অনেক বিভোর থাকে বাবা কিন্ত একসময় স্বপ্নটা ভেঙে যায় একটা কালবৈশাখী ঝড়ে এই চিত্রগুলো গল্পের মধ্যে তুলে ধরা হয়েছে। দর্শকরা বাবাদিবসে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখতে পাবেন এই টেলিছবিটি ।

পরিচালক কামরুজ্জামান পুতুলের এর সভাপতিত্ত্বে মহরত অনুষ্ঠানে শুভেচ্ছা ও পরিচয় পর্বে ভিডিও কল কনফ্রান্সে সংযুক্ত হোন লেখক রচয়িতা ড. কাজী ইকবাল জামান । প্রধান অতিথির বক্তব্য রাখেন বিচারক মিল্টন এইস বিশ্বাস । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্পেক্ট্রা হেক্সা ফিডস লিমিটেড এর এস আর ম্যানেজার এনামুল হক,ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির নাট্য ও বিতর্ক বিষয়ক উপ সম্পাদক নুর আলম লিটন, যমুনা সিকুরিটি সেভ গার্ড লিমিটেড এর ব্যাবস্থানা পরিচালক আলহাজ্ব সেলিম রেজা,নির্বাহী প্রযোজক কুমকুম পাশা; এ সময় অতিথিবৃন্দ কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।

পরিচালক কামরুজ্জামান পুতুল বলেন, এ সময়ের ভালো গল্প গুলোর মধ্যে এটা একটি অন্যতম গল্প । ড.কাজী ইকবাল জামান তার লেখনী তে তুলে ধরেছেন একজন বাবার দায়িত্ব সম্পর্কে । ইতি মধ্যেই টেলিছবি ‘’স্বপ্নে বিভোর বাবা’’ র গান রেডি করা হইছে । যার কথা লিখেছেন ড.কাজী ইকবাল জামান ,সুর ও কন্ঠ দিয়েছেন আক্তারুল আলম তিনু মিউজিক করেছেন রাব্বি খান । নতুন বছর ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যে গান প্রকাশ করা হবে ।

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]