2267

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো নতুন দুই বিভাগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যুক্ত হলো নতুন দুই বিভাগ

2017-09-21 17:17:42

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) যুক্ত হলো নতুন দুটি বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২০টি বিভাগের পাশাপাশি ২০১৭-১৮ শিক্ষবর্ষ থেকে ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা ’ এবং ‘বায়োকেমেস্ট্রি ও বায়োটেকনোলজি’ নামে নতুন দুটি বিভাগ সংযোজিত হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চলতি শিক্ষাবর্ষ হতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) দুটি বিভাগ চালুকরণের পাশাপাশি এ দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির জনসংযোগ কর্মকর্তা মো. ফয়সল মাহমুদ রুমি।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) -এর সম্মানিত সদস্য প্রফেসর ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ ইউজিসির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বরিশাল বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আসেন। এ সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য প্রফেসর ড. এস এম ইমামুল হকের সঙ্গে ড. এম. শাহ্ নওয়াজ আলিসহ অন্যান্যদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ স্থাপন, একটি ল্যাঙ্গোয়েজ সেন্টার চালুকরণ, অত্যাধুনিক ল্যাব নির্মাণসহ ইউজিসির চলমান প্রকল্প নিয়ে আলাপ আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় দুটি বিভাগ চালুকরণের পাশাপাশি এ দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ও ২৫ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এমএন/ ২১ সেপ্টেম্বর ২০১৭

সম্পাদক: ইসমাঈল হোসাইন রাসেল
যোগাযোগ: ক্যাম্পাস টাইমস
৪৩ শহীদ নজরুল ইসলাম সড়ক, হাটখোলা রোড, চৌধুরী মল, টিকাটুলি, ঢাকা-১২০৩
মোবাইল: ০১৬২৫ ১৫৬৪৫৫
ইমেইল:[email protected]